ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার রাত পৌনে ১২টা থেকে আজ সকাল পৌনে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে লোড নিয়ে দৌলতদিয়া যাওয়ার সময় গোলাম মোওলা, এনায়েতপুরী, রুহুল আমিন ও জাহাঙ্গীর নামের ৪টি ফেরি আটকা পড়ে।
এ সময় ফেরি পারাপার হতে আসা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম নাছির উদ্দিন জানান, রাত পৌনে ১২টা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল, তবে কুয়াশা কমে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন