logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানিদের ভিসা পেতে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি ২০২৫, ১৯:০০

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) লাহোর চেম্বার অব কমার্সে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন।

তিনি বলেন, এখন থেকে পাকিস্তানি মিশন প্রধানদের ভিসা দেওয়ার জন্য আর ঢাকা থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশের বর্তমান সরকার এই প্রক্রিয়া আরও সহজ করেছে।

ইকবাল হোসেন আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। গত দশকে এ সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের বাজার পাকিস্তানের জন্য বড় একটি সুযোগ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনাগুলো এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি।

তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় করার গুরুত্বও তিনি উল্লেখ করেন।

লাহোর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিয়াঁ আবুজর শাদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭২ কোটি ডলার। এই বাণিজ্য বাড়িয়ে ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য উভয় দেশের সরকার ও বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, চাল, সার্জিক্যাল যন্ত্রপাতি, প্রক্রিয়াজাত খাদ্য, গাড়ির যন্ত্রাংশ এবং ক্রীড়াসামগ্রী খাতগুলো বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দুই দেশের এই নতুন উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জাগতিক/বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
কানাডায় নির্বাচন শেষে ভোট গণনা চলছে
জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সাদমান ইসলাম পেয়েছেন ৬ষ্ঠ ফিফটি
নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের
12