ভারতে জরুরি অবতরণ করা যুক্তরাজ্যের এফ-৩৫বি যুদ্ধবিমান

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের উন্নত ফিফথ জেনারেশন ফাইটার জেট এফ-৩৫বি ভারতীয় আকাশে জরুরি অবতরণ করে। ভারতের সঙ্গে যৌথ নৌ-মহড়া শেষে নিজ ঘাঁটিতে ফেরার পথে বিমানটি খারাপ আবহাওয়ার কারণে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে নামতে বাধ্য হয়।
যদিও বিমানটি নিরাপদেই অবতরণ করেছিল, পরে এতে যান্ত্রিক সমস্যার উদ্ভব হয়, যার ফলে এটি আর উড্ডয়ন করতে পারেনি।
প্রথমে ব্রিটিশ নৌবাহিনীর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করেন, কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আনা হয়।
যাতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন না ঘটে, সে জন্য যুদ্ধবিমানটিকে আলাদা হ্যাঙ্গারে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল ভারতে পাঠানো হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের হ্যাঙ্গার ব্যবহারের প্রস্তাব দেওয়া হলেও, ব্রিটিশ কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। ধারণা করা হচ্ছে, এফ-৩৫বি'র গোপন প্রযুক্তি ও নিরাপত্তা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ভারত সরকারের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় ছিল। জরুরি অবতরণ থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে যথাযথ সহায়তা দেওয়া হয়েছে।
তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে যুদ্ধবিমানটি আবার উড্ডয়ন করতে পারবে। সমস্যার প্রকৃতি ও মেরামতের অগ্রগতির ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চলাচল।
মন্তব্য করুন