ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় রদবদল, সম্মুখ সারির নেতৃত্বে ফিরলেন মেজর জেনারেল দ্রাপাতি

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধক্লান্ত পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৩ জুন) রাতের ভিডিও ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের মনোবল ও যুদ্ধ সক্ষমতা বজায় রাখার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট।
জেলেনস্কি জানান, মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে যৌথ বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি সম্প্রতি ইউক্রেনের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ রুশ হামলার পর স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। এবার তাকে সম্মুখ সারির নেতৃত্বে ফিরিয়ে আনা হলো।
জেলেনস্কি বলেন, “মিখাইলো দ্রাপাতি এখন পুরোপুরি যুদ্ধ পরিচালনায় মনোনিবেশ করবেন। যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন তিনি সম্মুখ সারিতে নিজেকে উৎসর্গ করতে পারেন।”
প্রেসিডেন্ট আরও জানান, একজন নতুন কর্মকর্তা—যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি—তাকে স্থল বাহিনীর দায়িত্বে আনা হবে। এই কর্মকর্তা সেনা প্রশিক্ষণ, আঞ্চলিক নিয়োগ এবং সামরিক প্রস্তুতির বিষয়গুলো দেখভাল করবেন।
এছাড়া, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে:
ওলেহ অ্যাপোস্টল: প্যারাট্রুপ বাহিনীর কমান্ডার
রবার্ট ব্রোভডি: মনুষ্যবিহীন সিস্টেম কমান্ডার
ভাদিম সুখারেভস্কি: পূর্বাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের প্রধান, আধুনিকায়নের দায়িত্বসহ
ইহোর স্কাইবিউক: জেনারেল স্টাফের ডেপুটি চিফ
এই রদবদলের মধ্য দিয়ে ইউক্রেনের সামরিক কাঠামোতে নতুন গতি আনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধের তৃতীয় বর্ষে গড়িয়ে যাওয়া এই সময়ে নতুন নেতৃত্বের মাধ্যমে সামরিক অগ্রগতি নিশ্চিত করার প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন