সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান সিরিয়ার নতুন নেতার

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা, দেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আত্মসমর্পণ না করলে বিদ্রোহীরা কঠোর পরিণতির মুখোমুখি হবে। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার নিরাপত্তা বাহিনী ১৬২ জন আলাউইতকে হত্যা করেছে বলে জানায় সিরিয়ান ওয়ার মনিটর।
শুক্রবার টেলিগ্রামে প্রচারিত এক ভাষণে আল-শারা বলেন, “তোমরা পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে চরম ভুল করেছো। এর প্রতিক্রিয়া ইতোমধ্যে পেয়েছো। এখনই অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নয়তো পরিণতি ভয়াবহ হবে।”
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানায়, এই ঘটনায় বেশিরভাগ মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
অবস্থার দ্রুত অবনতি ঘটায় উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সরকারি বাহিনী আসাদপন্থী মিলিশিয়াদের দমন অভিযানে নেমেছে এবং নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন