logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

সারারাত ফোন চার্জে রাখা কি সত্যিই বিপজ্জনক?

অনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮
ছবি: সংগৃহীত

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে অনেকেই সারাদিন ফোন ব্যবহারের পর রাতভর চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, এটি ফোনের ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও কার্যকারিতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

বর্তমান স্মার্টফোনগুলোতে লিথিয়াম-আয়ন (Li-ion) ব্যাটারি ব্যবহার করা হয়, যা রিচার্জেবল হলেও নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘসময় চার্জে থাকলে ব্যাটারির কার্যক্ষমতা কমতে পারে এবং এটি ওভারহিট হয়ে বিস্ফোরণের আশঙ্কা বাড়াতে পারে।

যখন ফোন ১০০% চার্জ হয়ে যায়, তখন অতিরিক্ত চার্জ প্রবাহ ফোনের ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে। ফলে ধীরে ধীরে ব্যাটারির ক্যাপাসিটি বা ধারণক্ষমতা কমে যেতে থাকে, যা ফোনের ব্যাটারি লাইফ কমিয়ে দেয়।

একটানা দীর্ঘক্ষণ চার্জে থাকার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। অনেক সময় ফোনের ব্যাটারি ফুলে যায়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অতিরিক্ত গরম হয়ে ফোনে আগুন ধরে গেছে বা বিস্ফোরিত হয়েছে।

সারারাত চার্জে রাখলে ডিভাইসের পারফরম্যান্স কমে যেতে পারে। অনেক স্মার্টফোন চার্জিংয়ের সময় প্রসেসরের উপর চাপ পড়ে, যার ফলে ফোন ধীরে কাজ করতে শুরু করে।

ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে ৪০%-৮০% এর মধ্যে চার্জ রাখা সবচেয়ে ভালো। ফোন ১০০% চার্জ না করাই উত্তম।

বর্তমানে অনেক ফোনে অপটিমাইজড চার্জিং বা অটো-স্টপ চার্জিং ফিচার রয়েছে, যা ব্যাটারি ১০০% হলে চার্জ নেওয়া বন্ধ করে দেয়।

ব্র্যান্ডের নির্দিষ্ট চার্জার ছাড়া সস্তা ও নকল চার্জার ব্যবহার করলে ব্যাটারির উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

সম্ভব হলে সারারাত ফোন চার্জে না রেখে দিনে চার্জ করুন এবং চার্জ ৮০-৯০% হলেই আনপ্লাগ করুন।

চার্জিং অবস্থায় ফোন বেশি ব্যবহারের ফলে ব্যাটারি দ্রুত গরম হয়, যা বিস্ফোরণের সম্ভাবনা বাড়ায়।

সারারাত ফোন চার্জে রাখা একদিকে যেমন ব্যাটারির আয়ু কমিয়ে দেয়, অন্যদিকে ফোনের পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত করে। তাই ফোনকে ভালো রাখতে চাইলে সঠিক পদ্ধতিতে চার্জিং করুন এবং প্রয়োজনের চেয়ে বেশি সময় চার্জে রাখা এড়িয়ে চলুন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
অটোরিকশা চালকদের ৮ দাবি চূড়ান্ত নীতিমালাসহ
পুরোনো ফোন বিক্রির আগে ৪টি গুরুত্বপূর্ণ কাজ, যা আপনাকে বিপদে পড়তে দেবে না
স্মার্টফোন ব্যবহারে যে ভুলগুলো দ্রুত নষ্ট করে ডিভাইস
শিল্পবর্জ্য থেকে শক্তি সঞ্চয়ের নতুন দিগন্ত ‘রেডক্স ফ্লো ব্যাটারি’
12