logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

মহাকাশচারীরা প্রতিদিন দেখেন ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত

অনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
ছবি: সংগৃহীত

মহাকাশযাত্রা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) মহাকাশচারীরা প্রতি ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখেন। আইএসএস প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার ফলে এ অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে পারেন তারা।

শুধু পৃথিবী নয়, সৌরজগতের অন্যান্য গ্রহেও সূর্যের ওঠা-ডোবার ব্যতিক্রমী দৃশ্য রয়েছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। তাই সেখানে সূর্য ওঠে এবং ডুবে পশ্চিম আকাশে। শুক্র গ্রহের এই অদ্ভুত ঘূর্ণন প্রক্রিয়া সৌরজগতের অন্য সব গ্রহ থেকে আলাদা।

ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে গবেষণা করে জানিয়েছেন, ২৫ কোটি বছরের মধ্যে পৃথিবী মহাপ্রলয়ে ধ্বংস হতে পারে। তাদের দাবি, মহাজাগতিক পরিবর্তন এবং ভৌগোলিক প্রভাবের কারণে এই প্রলয় ঘটবে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা পৃথিবীর মাটির গভীরে দুটি বিশাল পর্বতের সন্ধান পেয়েছেন। একটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে ২,৮০০ কিলোমিটার নিচে এবং অপরটির অবস্থান ৬,৩৭১ কিলোমিটার গভীরে। মাউন্ট এভারেস্টের তুলনায় এগুলোর উচ্চতা প্রায় ১০০ গুণ বেশি।

বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আগামী ১৫ বছরের মধ্যে বাণিজ্যিক মহাকাশ পর্যটন চালু করার পরিকল্পনা করেছেন। স্পেসএক্সের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষও মহাকাশে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে।

মহাকাশে থাকা বিজ্ঞানীদের অভিজ্ঞতা, সৌরজগতের অদ্ভুত বৈশিষ্ট্য এবং পৃথিবীর গভীরের এসব নতুন আবিষ্কার মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। মানুষ কি একদিন মহাকাশে জীবনযাপন করতে পারবে? উত্তর জানার অপেক্ষায় পুরো বিশ্ব।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সৌরজগতের প্রান্তে ভেসে বেড়াচ্ছে ১০ লাখ রহস্যময় মহাজাগতিক বস্তু
12