ফ্যালকন ৯ রকেটে ২১ স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স
স্পেসএক্স বুধবার সকালে ২১ স্টারলিংক স্যাটেলাইট নিয়ে একটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করেছে। নাসার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপন কমপ্লেক্স ৩৯এ (LC-39A) থেকে স্থানীয় সময় সকাল ১০:২৭ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটগুলোর মধ্যে ১৩টি সরাসরি টেক্সট ও ডেটা মোবাইল সেবা দেওয়ার সক্ষমতা সম্পন্ন।
আবহাওয়ার পূর্বাভাস এবং সফল অবতরণ
৪৫তম ওয়েদার স্কোয়াড্রনের পূর্বাভাসে বুধবার উৎক্ষেপণের জন্য ৯৫ শতাংশ অনুকূল আবহাওয়ার কথা বলা হয়েছিল। তবে উত্তরের উচ্চ-পর্যায়ের বাতাস এবং উৎক্ষেপণকালে বাতাসের গতি কিছুটা উদ্বেগের কারণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।
ফ্যালকন ৯ এর প্রথম পর্যায়ের বুস্টারটি পুনরায় ব্যবহার করা হয়, যার টেল নম্বর B1086। এটি পূর্বে GOES-U মিশন এবং স্টারলিংক ১২-৫ মিশনে ব্যবহৃত হয়েছিল। উৎক্ষেপণের আট মিনিটের কিছু বেশি সময় পর, B1086 ড্রোনশিপ ‘এ শর্টফল অব গ্র্যাভিটাস’-এ সফলভাবে অবতরণ করে। এটি ASOG-তে ৯৩তম এবং মোট ৩৯৩তম বুস্টার অবতরণ।
ডিরেক্ট টু সেল প্রকল্পে অগ্রগতি
২০২৪ সালে ফ্যালকন ৯ এর প্রথম স্টারলিংক উৎক্ষেপণে ডিরেক্ট টু সেল (DTC) সুবিধা সহ ছয়টি স্যাটেলাইট অন্তর্ভুক্ত ছিল। সেই থেকে স্পেসএক্স ৩১টি মিশনে DTC স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
২০২৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত স্পেসএক্স মোট ৪০১টি DTC স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যদিও জুলাই ২০২৪ এর স্টারলিংক ৯-৩ মিশনের উচ্চ স্তরের অ্যানোমালির কারণে ১৩টি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
স্পেসএক্সের ‘প্রগ্রেস ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, DTC নেটওয়ার্ক বর্তমানে প্রায় ৩৫০টি স্যাটেলাইট নিয়ে গঠিত। তবে কিছু স্যাটেলাইট হয়তো ইতোমধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়েছে অথবা সেগুলো কার্যকর নেটওয়ার্কে যুক্ত নয়।
স্পেসএক্স জানিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত DTC স্যাটেলাইটের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। কোম্পানির মতে, এই স্যাটেলাইটগুলো বিশেষভাবে তৈরি সিলিকন ফেজড অ্যারে অ্যান্টেনা এবং উন্নত সফটওয়্যার অ্যালগরিদম ব্যবহার করে মোবাইল থেকে মহাকাশে যোগাযোগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
মন্তব্য করুন


