logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে কার্যক্রম স্থগিত করল ইউএসএইড

অনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশে তাদের সহযোগিতা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সংস্থাটি এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন।

চিঠিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউএসএইড এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মিশর ও ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ইউএসএইডের এই উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ হিসেবে বাস্তবায়ন হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক গোপন নথিতে উল্লেখ করেছেন, বিদেশি সহায়তা কার্যক্রমের বিদ্যমান প্রকল্প এবং নতুন প্রকল্পের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন কোনো অর্থ দেওয়া হবে না। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৮৫ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে।

ইউএসএইডের চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে ইউএসএইডের অংশীদারদের মধ্যে যারা চুক্তি, টাস্ক অর্ডার, অনুদান বা সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছেন, তাদের এই কাজগুলো অবিলম্বে স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের উন্নয়ন খাতে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্থগিতাদেশ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাময়িক সংকট তৈরি করতে পারে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানতে ইউএসএইড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জাগতিক/ এআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পররাষ্ট্র দফতরের শতাধিক অফিস বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র
পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ‘সরাসরি আলোচনা’ করবে
12