সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যাচেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা, মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন প্রমুখ।
এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াসিন মিয়া ও তাঁর বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাঁকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। মামলা তুলে নিতে তারা বাদীকে হুমকি দিচ্ছে। শিগগির হামলাকারীদের বিচার দাবি করেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত ইয়াসিন মিয়া বলেন, তিনি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হামলার সঙ্গে জড়িত নন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন