বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড, একই পরিবারের চারজন নিহত

ঢাকার সাভারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা সিদ্দিকী (৩৮), ছেলে ফুয়াদ সিদ্দিকী (১৪) এবং মহসিনার বড় বোন সীমা আক্তার (৪০)।
জানা যায়, অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ফারুক হোসেন ও তার পরিবার। সাভারে পৌঁছালে তাদের অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়, যা দ্রুত বাসগুলোতেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং অ্যাম্বুলেন্স থেকে চারটি দগ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের দেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সাভার হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভবনদত্ত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
জাগতিক/রিয়াজ
মন্তব্য করুন