বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নয়াপাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নয়াপাথারিয়া গ্রামের আহাদ মিয়ার অনুসারীদের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন