গুলিবিদ্ধ নারীর মরদেহ ভোলায় উদ্ধার,গ্রেপ্তার ১

ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলা থেকে তৌহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
আজ সোমবার ভোরে তাকে ভোলার ইলিশা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ইশতিয়াক আশফাক।
ইশতিয়াক আশফাক জানান, গ্রেপ্তার যুবকের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা বেগম (২২) নামে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে ওই ঘটনায় মামলা হয়। নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
মন্তব্য করুন