logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

স্ত্রীকে পিটিয়ে হত্যা,স্বামীর মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি

  ২৭ নভেম্বর ২০২৪, ২১:০৩
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সোলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা বিবরণে জানা যায়, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ চলমান ছিলো। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকায় জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান স্বামী সোলেমান আলী। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার ভাই সহিদুল ইসলাম।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সোলেমান তার স্ত্রী জোসনাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে বলে প্রমানিত হওয়ায় এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন সোলেমান আলী।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি।

মামলার আসামিপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব ন্যায় বিচারের জন্য। আশা করি সেখানে আমার মক্কেল দায়মুক্তি পাবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12