নোয়াখালী জেনারেল হাসপাতালে রহস্যজনক আগুন

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে আজ রোববার (৪ মে) সকাল ১১টার দিকে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের পুরাতন পরিত্যক্ত মালামাল ও বিদ্যুতের লাইন পুড়ে যায়, ফলে পুরো হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আগুন লাগার পর মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালজুড়ে। চিকিৎসাধীন রোগীরা ছুটোছুটি শুরু করেন, অনেকেই আত্মীয়স্বজন নিয়ে নিরাপদ স্থানে সরে যান।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৯ সাল থেকে পুরাতন রোগী রাখার সিট, ফার্নিচার ও বিভিন্ন আসবাবপত্র হাসপাতালের একটি অংশে জমা করে রাখা হয়েছিল। দীর্ঘদিন এসব পরিত্যক্ত অবস্থায় থাকলেও কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। এসব মালামাল অকশনের প্রস্তুতিতে থাকলেও আগুন লাগার ঘটনা অনেকের কাছে রহস্যজনক মনে হয়েছে।
স্থানীয়রা এবং রোগীর স্বজনরা মনে করছেন, এ ঘটনায় প্রশাসনের গাফিলতির স্পষ্ট প্রমাণ মিলেছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, “আগুনে বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে হাসপাতালের বিদ্যুৎ সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেসব মালামাল পুড়েছে, সেগুলো আগামী সপ্তাহে অকশনে তোলা হতো।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন সচেতন মহল।
মন্তব্য করুন