দুর্ঘটনায় এতিম হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান, সহায়তা দিলেন 'আমরা বিএনপির পরিবার'

পাবনার আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুরে সড়ক দুর্ঘটনায় বাবা হারানো এবং মা চলে যাওয়া দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের করুণ অবস্থা দেখে তারেক রহমানের নির্দেশে 'আমরা বিএনপির পরিবার' তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করেছে।
শনিবার (১৫ মার্চ) তাদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ৪ বছর আগে সঞ্জয়পুরের রাজু প্রামাণিক সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তার স্ত্রীর মৃত্যুর পর, দুই শিশু অসহায় হয়ে পড়ে। তাদের দুর্দশার ভিডিও দেখে তারেক রহমান নির্দেশ দেন ‘আমরা বিএনপির পরিবার’ সংগঠনকে তাদের সাহায্য করতে।
এ সময় 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন