logo
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ১৪:০৬
ছবি: সংগৃহীত

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই রায় দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালের ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। অভিযোগ ছিল, লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার কারণে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

২০১৫ সালের জুনে তদন্তকারী কর্মকর্তা শেখ গনি মিয়া আদালতে চার্জশিট জমা দেন। কিন্তু সম্প্রতি সরকার পক্ষের কৌসুলিরা মামলার মেরিট না থাকার কারণে তারেক রহমানের খালাস চেয়ে আদালতে আবেদন করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে আসুন ঐক্যবদ্ধ হই
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি
12