হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনের সভা, সমাবেশ ও প্রচারণায় কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনের সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকারের দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণসহ যে কোনো প্রচারণামূলক কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া তিনি উল্লেখ করেন, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনগুলো যদি সভা, সমাবেশ কিংবা অন্য কোনো প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন