logo
  • সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তিস্তাপাড়ে পদযাত্রায় মানুষের ঢল, নদী রক্ষার আন্দোলন চলছে তীব্রভাবে

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০
ছবি: সংগৃহীত

তিস্তাপাড়ে নদী রক্ষার আন্দোলন আরো তীব্র হয়ে উঠেছে, আজ (মঙ্গলবার) পদযাত্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক অনন্য দৃশ্য সৃষ্টি হয়েছে। "জাগো বাহে তিস্তা বাঁচাই" স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে পদযাত্রাটি লালমনিরহাট রেল সেতু থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া উপজেলা ঘুরে পুনরায় রেল সেতুতে ফিরে আসে।

এই আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে ছয় কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রাটি। তিস্তা ব্যারাজ পয়েন্টে পৃথক একটি পদযাত্রাও অনুষ্ঠিত হয়।

তিস্তা নদী দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় তলদেশ ভরাট হয়ে গিয়ে, সামান্য বৃষ্টিতেই নদীর পানি দুই কূল উপচে লোকালয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করে। একই সঙ্গে, তিস্তা নদীর উপর ভারত সরকারের গজলডোবা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে পানি প্রবাহের নিয়ন্ত্রণ বেড়ে গেছে, যা সারা বছর উজানের জল প্রবাহের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে।

বাংলাদেশের জনগণের দাবী, তিস্তা নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এ জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছে নদী রক্ষা আন্দোলন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি উদ্বোধন করেন। প্রথম দিনে তিস্তা নদীর দুই তীরে বিভিন্ন আয়োজনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আন্দোলনের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে, পদযাত্রার পরে প্ল্যাকার্ড প্রদর্শন করে নদী রক্ষার দাবি জানানো এবং সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করে আন্দোলনে সমর্থন জানান।

আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, "আমরা তিস্তার ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বর্ষার আগেই ভাঙনের আশঙ্কা, সংস্কার চলছে ধীর গতিতে
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী যুবলীগের নেতা গ্রেফতার
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক
আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি
12