logo
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

১৫ ফেব্রুয়ারির মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধ আবার শুরু হবে

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, "যদি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে মুক্তি না দেয়, তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাবে এবং যুদ্ধ আবার শুরু হতে পারে।"

ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক শেষে নেতানিয়াহু এই ঘোষণা দেন । তিনি আরও জানান, হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি 'অনির্দিষ্টকালের জন্য স্থগিত' করা হয়েছে, এবং তাদের মুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না আসলে ইসরায়েল আবারও যুদ্ধের পথে যাবে।

ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট আজ এ তথ্য জানিয়েছে।

এই পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে, কারণ চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যে এই ধরনের ঘোষণা দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক মহলও চাপ সৃষ্টি করছে, কিন্তু হামাসের জিম্মি মুক্তির বিষয়ে কোনো সমঝোতা না হওয়া মানে, যুদ্ধবিরতির অবসান এবং নতুন সংঘর্ষের আশঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা
এবার পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান রোনেন বার
ফিলিস্তিনের গাজা ভুখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
12