logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত দৌলোদিয়া পাটুরিয়া নৌরুটে

নিজস্ব প্রতিবেদক

  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:২৭
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ছোট-বড় ফেরিগুলোকে নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে প্রায় দুই কিলোমিটার ভাটিপথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি লাগছে।

এদিকে ৭নং ঘাটের কাছে পানির গভীরতা কমে যাওয়ায় এক মাস ধরে বড় ফেরি ভিড়তে পারছে না। নাব্যতা দূর করতে জরুরি কাজের অংশ হিসেবে ড্রেজিং চলছে। অধিকাংশ সময় ঘাটের একাধিক পকেট বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়ার ৭টি ঘাটের মধ্যে নদী ভাঙনে কয়েক বছর ধরে ১, ২ ও ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ৩, ৪, ৬ ও ৭ নম্বর ঘাট চালু থাকলেও নাব্যতা সংকটে বছরের অধিকাংশ সময় ৬ নম্বর ঘাট বন্ধ থাকে। ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল থাকলেও এক মাস ধরে ৭ নম্বর রো রো (বড়) ফেরী ঘাটের কাছে পানি কমে যাওয়ায় ড্রেজিং শুরু হয়।


ঢাকা গাবতলী থেকে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের চালক সুজন খান বলেন, নদীতে যখন পানি বেশি ও অনেক স্রোত থাকে, তখন পারাপার হতে ৩০-৪০ মিনিট লাগত। এখন নদীতে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এখন নদী পার হতে সময়ও লাগছে দ্বিগুণ।

শাহ পরানের ফেরির, দ্বিতীয় মাস্টার মাহমুদুল হাসান বলেন, শুষ্ক মৌসুমের শুরু থেকে প্রতিদিন পদ্মার পানি কমতে থাকায় ফেরি চলাচলে ঝুঁকি বাড়ছে। দৌলতদিয়া ঘাটের কাছে পানির গভীরতা কমে যাওয়ায় চ্যানেল দিয়ে ফেরিগুলো সতর্কতার সঙ্গে চলছে। ৭ নম্বর ঘাটের কাছে পানি কমে যাওয়ায় এক মাস ধরে বড় ফেরি ভিড়তে পারছে না। মাঝে মাঝে খুলে দেওয়া হলেও এক সপ্তাহের মতো বড় ফেরি ভিড়ে আবারও বন্ধ হয়ে যায়। একটি মাত্র পকেট চালু থাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12