logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঢাকায় আংশিক মেঘলা আকাশ

তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

অনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার, যা পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন ঢাকার তাপমাত্রা ধীরে ধীরে একটু কমতে পারে, তবে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম। রাত ও সকালবেলায় হালকা কুয়াশা পড়তে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলে মিলবে মিশ্র আবহাওয়া। কিছু এলাকায় দিনের তাপমাত্রা একটু কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। উত্তর ও পশ্চিমাঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তারা যেন সতর্ক থাকেন, কারণ বাতাসে আর্দ্রতার হার বেশি থাকায় কিছু এলাকায় ধুলাবালি ছড়িয়ে পড়তে পারে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামী পাঁচদিন পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
ঢাকা ও আশপাশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
কুয়াশার দাপট ও তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস
12