logo
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

তেহট্টের তৃণমূল বিধায়কের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৫ মে ২০২৫, ১২:০৫
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্টের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস সাহা (৬৫) মারা গেছেন। বুধবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কলকাতায় নিয়ে যাওয়ায় পরামর্শ দেন। এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তার।

পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বুধবার সকালে হঠাৎ তাপস সাহার শরীরে অস্বস্তি হতে থাকে। তার ছেলে এবং দলের কয়েক জন তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয় করা হয়।

২০০৬ সালে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান তিনি। তবে সেবার হেরে গিয়েছিলেন। ২০১১ সালে তেহট্ট থেকে লড়তে চাইলে দল টিকিট দেয়নি। এরপরই নির্দল প্রার্থী হিসাবে লড়েন এবং দ্বিতীয় স্থান পান। সেই তাপসের হাত ধরেই সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি পলাশিপাড়ায় প্রথম ঘাসফুল ফোটে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নদিয়ার এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালে তাকে তেহট্ট থেকে দাঁড় করায় দল। জয়ী হন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12