logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস

অনলাইন ডেস্ক
  ৩০ মার্চ ২০২৫, ১৩:২৯
সংগ্রহীত

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। দু’দিন আগে মিসর ও কাতারের পক্ষ থেকে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবেই রাজি হয়েছে গোষ্ঠীটি।

তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কি না রিপোর্ট লেখা পর্যন্ত তা জানায়নি।


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে বলে হামাসের প্রধান খলিল আল-হায়্যা শনিবার জানিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “দুই দিন আগে আমরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটি ইতিবাচকভাবে বিবেচনা করেছি এবং এটি গ্রহণ করেছি। ”

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12