logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে লেনদেনে চাঙাভাব, সূচক বেড়েছে ৩২ পয়েন্ট

অনলাইন ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪
ছবি: ইন্টারনেট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে ইতিবাচক ধারায়। সোমবার (২ ডিসেম্বর) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূচকের উত্থান:
লেনদেন শুরুর পর সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৭ পয়েন্টে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭.৩৭ পয়েন্ট বেড়ে ১১৭২ পয়েন্টে এবং নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ১০.১৪ পয়েন্ট বেড়ে ১৯২১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের চিত্র:
প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৩ কোটি ৪০ লাখ টাকার। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ২৮৩টির, কমেছে ৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর।

বিশ্লেষকরা মনে করছেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় সূচকের এ ইতিবাচক প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

জাগতিক/ জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12