গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এবং তার স্ত্রী লায়লা খানকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ গত সোমবার আদালতে আবেদন করেন। আবেদনটি জানানো হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এছাড়া, লায়লা খানের ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রয়েছে, যা সন্দেহের জন্ম দিয়েছে।
আবেদনকারীর মতে, এই দম্পতি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন, যার ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই, তাদের বিদেশ যাত্রা ঠেকাতে আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন