দুদকের আবেদনে সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) এই আদেশে জানানো হয় যে, এসব হিসাবে মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
সূচনা ফাউন্ডেশন, যা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি সংস্থা, ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে অবস্থিত।
দুদকের পক্ষে আদালতে উপস্থাপিত আবেদনে দাবি করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এবং সূচনা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা ফাউন্ডেশনের সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এছাড়া, অভিযোগ করা হয়েছে যে, সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতা ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন।
দুদক বর্তমানে এসব অভিযোগের তদন্ত চালাচ্ছে, এবং আদালত এ বিষয়ে আরো কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন