logo
  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গতকাল দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন

অনলাইন ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭
ছবি: সংগৃহীত

গতকাল দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন।
কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও শরীয়তপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

কুমিল্লায় প্রাণ গেছে ৫ জনের। বরুড়ায় স্কুল মাঠে দুই ছাত্র, মুরাদনগরে কৃষিজমিতে দুই কৃষক এবং দেবিদ্বারে এক স্কুলছাত্রী মারা যায় বজ্রপাতে।

কিশোরগঞ্জে তিনজন নিহত হয়েছেন হাওরের তিনটি পৃথক স্থানে।

নেত্রকোনায় প্রাণ গেছে এক শিশু ও এক মাদরাসা শিক্ষকের।

হবিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন এক শ্রমিক।

সুনামগঞ্জে মারা গেছেন এক কলেজছাত্র, চাঁদপুরে এক কৃষাণি, মৌলভীবাজারে এক চা-শ্রমিক, ব্রাহ্মণবাড়িয়ায় এক কৃষক এবং শরীয়তপুরে এক নারী প্রাণ হারিয়েছেন বজ্রপাতে।

এদিকে, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলজুড়ে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তাপপ্রবাহের মাঝে ঢাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, তারপর বাড়তে পারে তাপমাত্রা।

বজ্রপাতের সময় খোলা মাঠ ও জলাধার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12