logo
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বিএনপির ২০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা / “মুন্সীগঞ্জে থানা থেকে আসামি ছিনতাই” ওসি প্রত্যাহার
শ্রীনগরে তাবিজের ব্যবসা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার তাবিজ- তুমারের ব্যবসা বেশ জমজমাট হয়ে ওঠেছে। এই ব্যবসার মাধ্যমে হাজার-হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির প্রতারক। এই অবৈধ ব্যবসা বন্ধ করা কিংবা মানুষকে প্রতারণা থেকে রক্ষার করার কেউ নেই। এই তাবিজ ব্যবসায়ীদের দাপটে আলেম সমাজের লোকজন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাজার জামে মসজিদ ইমাম ইব্রাহিম সরদার, মুয়াজ্জিনের কক্ষে থেকে ছাপলাই হয় এই তাবিজ, আসেপাশের ইমামসহ আরো কয়েক জন উপজেলার বিভিন্ন স্থানে আরো কয়েকজন দীর্ঘ দিন ধরে এই অবৈধ তাবিজ ব্যবসার মাধ্যমে নিরীহ লোকজনের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।  এই তাবিজ তুমার সম্পর্কে প্রখ্যাত আলেমদের কাছে জানতে চাইলে তারা সবাই বলেন, ইসলাম ধর্মে ঝাঁড়-ফুঁ, তেল ও পানি পড়া দেওয়া জায়েজ আছে। তবে তাবিজ দেওয়া ও তাবিজ দিয়ে টাকা নেওয়া হারাম। যারা এই অবৈধ কাজ চালিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এব্যাপারে ইব্রাহিম সরদার এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সবাই ব্যবস্যা করে আমি করলে দোষ কোথায়।  বীরতারা ইউনিয়নের আলেম সমাজসহ সচেতন মহল এসব তাবিজ হুজুরদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'