logo
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হিজড়া জনগোষ্ঠীর সামাজিক বৈষম্য

আফরোজা সরকার

  ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৬
ছবি: সংগৃহীত

হিজড়াদের প্রতি সমাজে ব্যাপকভাবে বিদ্বেষ ও অবহেলার সংস্কৃতি বিদ্যমান। তাদেরকে অন্য,অশুভ, নোংরা ভাবা হয়। অনেক হিজড়াকে তাদের পরিবারের সদস্যরা ত্যাগ করে দেন, যার ফলে তাদের আশ্রয়, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগে ব্যাঘাত ঘটে। একারনে হিজড়াদের সাথে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। হিজড়ারা প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এতে করে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা ঝুঁকিপূর্ণ থাকে।

এমনকি হিজরা জনগোষ্ঠীদের সাথে অর্থনৈতিক দুর্দশার সম্পর্ক পারস্পরিক। এদেরকে সাধারণ মানুষ সামাজিকভাবে যেমন স্বীকৃতি দেয় না। তেমনি কর্মস্থলে তাদেরকে কাজের অযোগ্য বলে মনে করেন। তাই তারা আর্থিক দুর্দশায় পরে থাকেন।

হিজড়াদের জন্য কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। বেশিরভাগ হিজড়াকে ভিক্ষা, নাচ, গান, বা অনৈতিক কাজের উপর নির্ভর করতে হয়।
হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা খুব কম এবং হিজরাদের শিক্ষার অভাব রয়েছে। অন্যদিকে হিজড়াদের শিক্ষা লাভের সুযোগ কম থাকে।
একারনে দারিদ্র্যতা নিয়ে হিজড়াদের মধ্যে বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে বাস করে।

রংপুর জেলা কোটের এডভোকেট রেজাউল করিম রাজু বলেন, হিজড়াদের নিয়ে আইনি জটিলতা ব্যাপক। কাগজে-কলমে আইন থাকলেও সেই আইনি স্বীকৃতি বা প্রয়োগ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে আইনি স্বীকৃতি ছিল না। ২০১৩ সালে বাংলাদেশ হাইকোর্ট হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়।
এভাবে আইন থাকা সত্ত্বেও, হিজড়ারা প্রায়শই আইনের প্রয়োগে বৈষম্যের শিকার হয়।

স্বাস্থ্যগত সমস্যা ও মানসিক স্বাস্থ্যগত হিজড়ারা প্রায়শই বিষণ্ণতা, উদ্বেগ, PTSD-এর মতো মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভোগেন। অন্যদিকে শারীরিক স্বাস্থ্য হিজড়াদের যৌন স্বাস্থ্যের প্রতি যথাযথ নজর দেওয়া হয় না। HIV/AIDS-এর মতো সংক্রামক রোগতাদের বেশি।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, হিজড়া জনগোষ্ঠীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন।
এতে করে সচেতনতামূলক প্রোগ্রাম বেশি করে করা দরকার। হিজড়াদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করা প্রয়োজন। হিজড়াদেরহ অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
সমাজকর্মী অধ্যক্ষ ফখরুল আলম বেন্জু বলেন, হিজড়াদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। হিজড়াদেরকে সমাজের মূল স্রোতের সাথে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12