logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অভিষেক, ভারতকে হারানোর আশাবাদ

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১৫:১৩
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর। আগামী ২৫ মার্চ এই ম্যাচে মাঠে নামবেন তিনি এবং ভারতকে হারানোর সম্ভাবনা ব্যক্ত করেছেন।

সোমবার ইংল্যান্ড থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা। বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, দেশে ফিরে তিনি আনন্দিত। তিনি বলেন, "দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ।"

হামজা আরও জানান, তিনি ইতোমধ্যে বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে কথা বলেছেন এবং দলের পরিকল্পনা অনুযায়ী খেললে ভারতের বিপক্ষে জয় সম্ভব বলে তিনি আশা করেন। তিনি বলেন, "কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। (ভারতের বিপক্ষে) ইনশাল্লাহ আমরা জিতব।"

বিমানবন্দরে ভক্তরা হামজাকে লাল-সবুজ ফ্লেয়ার স্মোক দিয়ে বরণ করে নেয়। হামজা সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জে চলে যাবেন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, এরপর ঢাকায় চলে এসে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে হামজা চৌধুরীর দল
হামজা চৌধুরীকে এক নজর দেখতে অধীর আগ্রহে শিলংয়ের ফুটবলপ্রেমীরা
12