প্রাণিসম্পদ উপদেষ্টা
নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নেই এবং নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, "কারো করুণা নিয়ে বেঁচে থাকা যাবে না। নারী কর্মকর্তা-কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে এলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসব।"
মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, "দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে, যা সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে সমাজে এখনো নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি।"
তিনি সমাজে কিছু মানুষের পাশবিকতা ও হিংস্রতার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, "নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয়, যে কোনো নারী নির্বাচনে অংশ নিতে পারবে সেই ব্যবস্থা করতে হবে।"
ফরিদা আখতার আরও বলেন, "যে গতিতে কাজ হচ্ছে, তা চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। তবে, এ গতিতে চলা যাবে না।" তিনি বিশ্বাস করেন যে আন্তর্জাতিক নারী দিবসের ফলে নারীরা আজ তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে সক্ষম হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. শামছুন নাহার আহম্মেদ, এবং বক্তব্য রাখেন অধিদফতরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম।
মন্তব্য করুন