ফয়েজ আহমদ তৈয়্যব
এমন পলিসি করবো যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এমন পলিসি তৈরি করা হবে যাতে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাইবার সেফটি অর্ডিন্যান্সে ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ আইনেও এমন কিছু রাখা হবে না যাতে সরকার কিংবা বেসরকারি কোম্পানির হাতে ইন্টারনেট বন্ধের ক্ষমতা থাকে। তিনি বলেন, ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট, এবং এ বিষয়ে যেকোনো ধরনের নিয়ন্ত্রণ আমাদের অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক ইন্টারনেট বন্ধের কারণে দেশে ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে, এবং আমাদের এফডিআই ব্র্যান্ডিং ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বকে সাবেক স্বৈরাচারের এসব কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।
মন্তব্য করুন