logo
  • শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৬ দিন ও সাবেক আইজিপি মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি), ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।

গ্রেফতার দেখানো আরও ৯ জন প্রভাবশালী ব্যক্তি

এই মামলার সাথে সংশ্লিষ্ট আরও ৯ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম

আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে আনিসুল হকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর দুইটি হত্যা মামলায় আনিসুল হকের আট দিনের রিমান্ড এবং মামুনের তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত আনিসুল হকের দুই মামলায় মোট ছয় দিনের রিমান্ড এবং মামুনের এক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, তদন্তের স্বার্থে আরও নতুন তথ্য উঠে আসতে পারে এবং প্রয়োজন হলে রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হতে পারে।

আলোচিত এই মামলাগুলো নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এই মামলার ভবিষ্যৎ ও রায় কী হবে তা নিয়ে কৌতূহলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বুধবার মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি
প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে গ্রেফতার ৩
ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন
ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ
12