logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজার ৩২৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজার ৩২৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১১ হাজার ২৪৫ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ২৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৪ শতাংশ ইউথোপিয়ান, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

এছাড়া পবিত্র নগরী মক্কা এবং রিয়াদ অঞ্চলে আইনভঙ্গকারী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য রাজ্য থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী
৬০০০ কোটি টাকা বিনিয়োগে সৌদি আরবের নতুন টি-টোয়েন্টি লিগ
সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি ও ট্রাম্প, শান্তি প্রতিষ্ঠার আলোচনা হতে পারে
পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার
12