logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি গাড়ির ধাক্কায় নিহত হন এক মুয়াজ্জিন
যাত্রী ভর্তি ট্রেনের ব্রেক ফেল,থামলো নির্ধারিত গন্তব্যের ২ কি.মি দূরে
যাত্রা বিরতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রেক ফেল করে  চিলাহাটি থেকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন। এতে প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় শতাধিক যাত্রী।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নীলফামারীর ডোমার রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ডোমার রেল স্টেশনে গিয়ে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমারে পৌঁছানোর নির্ধারিত সময় থাকলেও কিছুক্ষণ বিলম্ব হওয়ায় ৭টা ১২ মিনিটে ডোমার রেল স্টেশনে পৌঁছায়। কিন্তু দ্রুত গতিতে থাকা ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে সামনে চলে যায়। এক পর্যায়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উলটো পথে প্ল্যাটফর্মে ফিরে আসে। চিলাহাটি থেকে ডোমারে ট্রেনে আসা মো. রতন ইসলাম নামে এক যাত্রী বলেন, ডোমার বাজার রেলগেট অতিক্রম করার পর প্লাটফর্মে নামার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু প্লাটফর্মের কাছাকাছি এসেও স্বাভাবিক গতি ছিল না ট্রেনের। পরে আনুমানিক দুই কিলোমিটার দূরে থামার পর ট্রেন থেকে নেমে পড়ি। ট্রেনের সব যাত্রী আমরা ভয় পেয়েছি। পরে জানতে পারি ট্রেনটি ব্রেক ফেল করেছে। আলমগীর হোসেন নামে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী বলেন, সৈয়দপুর যাওয়ার জন্য দুই শিশু সন্তান ও স্ত্রী নিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। স্টেশনের মাইকে বলা হচ্ছে প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। অথচ ট্রেন এলো কিন্তু থামল না। হঠাৎ এমন দৃশ্য দেখে স্টেশনে উপস্থিত সকল যাত্রী ও জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। ট্রেনটির চালক আসাদুজ্জামান খান ও গার্ড হুমায়ুন কবীর খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে ট্রেনট স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে আসে । এরপর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ডোমার রেল স্টেশন থেকে পরবর্তী গন্তব্যে রওনা হয় ট্রেনটি। ডোমার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথা। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এসময় যাত্রীদের সাময়িক বিঘ্ন ঘটে। পরে ট্রেনটি পেছনে এসে যাত্রী তোলে। এরপর যাত্রী নিয়ে ট্রেনটি ৭টা ৫০ মিনিটে রওনা দেয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে এলাকায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি
2Error!: SQLSTATE[HY000]: General error: 1366 Incorrect integer value: '' for column 'news_id' at row 1