logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প
পবিপ্রবির গবেষণা / কৃত্রিম খাদ্যে পুকুরে কোরাল মাছের চাষ
পটুয়াখালীতে জেলের জালে বিশাল মেদ মাছ
পটুয়াখালীর কুয়াকাটায় মো. খলিল নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মেদ মাছ। গতকাল শনিবার (১০ নভেম্বর) রাতে মাছটি কুয়াকাটা পৌর মাছ বাজারে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ৯০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকায় মাছটি কেনেন। এর আগে দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। জেলে মো. খলিল বলেন, সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেলে চলে আসি। দুপুরের দিকে জাল তুলতে গিয়ে দেখি আমার জালে অনেক বড় একটা মেদ মাছ আটকা পড়েছে। পরে অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি ট্রলারে তুলে মাছ বাজারে নিয়ে আসি। গত বছর আমি এমন একটা মাছ পেয়েছিলাম৷ তবে সেটি ওজনে ছোট ছিল। এত বড় মাছ পাওয়ায় আমি খুব আনন্দিত। স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পর এই প্রথম এতো বড় মেদ মাছের দেখা মিলল। ক্রেতা মো. হাসান বলেন, মাছটি আমি ঢাকায় পাঠাব। আশা করছি ভালো লাভে বিক্রি করতে পারব। কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই আকারের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ জেলেদের জালে আরও বেশি ধরা পড়বে।