logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

অমর একুশে বইমেলায় পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। নতুন তালিকায় সাতজন বিশিষ্ট লেখককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকা তিনজন—মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ—কে বাদ দেওয়া হয়েছে।

চূড়ান্ত তালিকায় পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

কবিতা: মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
প্রবন্ধ ও গদ্য: সলিমুল্লাহ খান
অনুবাদ সাহিত্য: জি এইচ হাবীব
গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞান: রেজাউর রহমান
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

প্রাথমিক তালিকায় থাকা কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক মোহাম্মদ হান্নান এবং শিশুসাহিত্যিক ফারুক নওয়াজকে বাদ দেওয়া হয়েছে। এর আগে, পুরস্কার স্থগিতের পর সেলিম মোরশেদ নিজেই তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়ের নবম ধারা অনুযায়ী, নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে তিন লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক
ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক
12