logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ক্যারিবিয়ান জাহাজে ইউএস হামলা, ৩ জন নিহত

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১১:২৪
ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে একটি জাহাজে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। হেগসেথ শনিবার এক পোস্টে বলেন, জাহাজটি “আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী মাদকদ্রব্য চোরাচালানে জড়িত ছিল।”

তিনি আরও জানান যে, জাহাজে “তিনজন পুরুষ সন্ত্রাসী” ছিল এবং তারা সবাই নিহত হয়েছেন। হামলাটি আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়েছে।

এর আগে, গত বুধবারে আরেকটি জাহাজে হামলায় চারজন নিহত হয়েছেন। গত সপ্তাহের সোমবারে মার্কিন হামলায় আরো ১৪ জন নিহত হয়েছিলেন। এই ধরনের হামলার সংখ্যা বেড়েই চলেছে। সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৬২ জনের বেশি নিহত হয়েছে এবং ১৪টি নৌকা ও একটি সেমি-সাবমার্সিবল জাহাজ ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, হামলাগুলি মাদক চোরাচালানকারীদের লক্ষ্য করে করা হয়েছে। তবে তারা জনসমক্ষে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সমালোচকরা এই হামলাগুলিকে ‘বিচার বহির্বুত হত্যাকাণ্ড’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক শুক্রবার এক বিবৃতিতে এই হামলাগুলিকে “অগ্রহণযোগ্য” হিসেবে অভিহিত করেছেন এবং আরও বলেন, “যুক্তরাষ্ট্রকে এই ধরনের হামলা বন্ধ করতে হবে এবং এই ধরনের বিচার বহির্বুত হত্যাকাণ্ড প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আমেরিকা থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি করা শুরু হয়েছে।
ড. ইউনূস বলেছেন, জাতিসংঘকে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।
গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না 
“খাদ্য আসলেও তা যথেষ্ট নয়, তাই দুর্ভিক্ষের প্রভাব অব্যাহত রয়েছে।”
12